গাজীপুরে মাটি ধসে দুই শ্রমিক নিহত

0
252
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাটি ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন শ্রমিক।
সোমবার দুপুরে উপজেলার হামীম স্পিনিং মিলের ভেতরে ইটিপি নির্মাণ কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার আপন ও মুজিবুর রহমান। আহত কুড়িগ্রামের আল ইমরান, সাব্বির ও পঞ্চগড়ের ইমরানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ‘হামীম স্পিনিং মিলে’ কারাখানার ভেতরে ৩৫ ফুট গভীর গর্তে বসে রড বাঁধার কাজ করছিল শ্রমিকরা। এ সময় গর্তের এক পাশের মাটি ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আপন ও মুজিবুরকে মৃত ঘোষণা করেন।
কারখানার মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদের মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here