Daily Gazipur Online

গাজীপুরে যুবকের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুর বাঘের বাজার এলাকায় বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমানের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী ইউনুছ আলী নছ মিয়া ও জসিমউদ্দিন কে আটকের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঘের বাজার এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এলাকাবাসিরা বলেন, উক্ত সন্ত্রাসীরা খুবই খারাপ প্রকৃতির লোক,্এলাকার শান্তি প্রিয় মানুষ তাদের অত্যাচার ও নির্যাতনে সর্বদা আতংকিত জীবন যাবন করে । এলাকার লোকজন উক্ত সন্ত্রাসীদের বিভিন্ন কর্মকান্ডের কারনে অতিষ্ঠ হয়ে একাদিক মামলা মোকাদ্দমা দায়ের করেছেন যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ভুক্তভোগির আতœীয় স্বজনরা উক্ত সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় এবং সন্ত্রাসী হামলায় আহত মিজানুরের মামা কাউছার মোল্লা সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে খুন জখম ও বড় ধরনের ক্ষতির মরিয়া হয়ে উঠে। এমতাবস্তায় পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসীরা ও তাদের সহযোগী আরও অজ্ঞাত ৮/১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা দা,লাঠি,লোহার রড,চাপাতি নিয়ে গত ১১/০৮/২০১৯ইং রাত ৯টার দিকে কাউছার মোল্লার বাড়ির সামনের রাস্তার দিকে দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে,এ সময় কাউছার মোল্লা,ইদ্রিস আলী ও সিদ্দিকুর রহমান বাড়ি থেকে বের হয়ে সন্ত্রাসীদের গালিগালাজ করার কারন জানতে চাওয়া মাত্রই চতুর দিক থেকে গিরে ফেলে এলোপাথারি ভাবে মারপিট করে তাদেরকে জখম করে সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের ভাগিনা মিজানুর রহমান (২৮) বাজার থেকে বড়ির সামনে আসা মাত্রই এলোপাথরি ভাবে মারপিট শুরু করে এবং সন্ত্রাসী জসিম তাহার হাতে থাকা ধারলো চাপাটি দিয়ে মিজানের মাথায় কোপ মারেন ও মারধর করেন,তাহার মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় লোহার রড ও হাতুড়ি দিয়ে একের পর এক মাথায় আগাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার আতœীয় স্বজনরা এগিয়ে এসে প্রথমে তাকে গাজীপুরে শহীদ তাউজুদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার করে,কিনতু ঢাকা নেওয়ার পথে মিজানের অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে দ্রæত গুলশান ইউনাইটেড হাসপাতালে আই.সি.ইউ তে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মিজানুর রহমান ঢাকা বনানির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র। এ ঘটনায় বাদি হয়ে সন্ত্রাসী হামলায় আহত মিজানুর রহমানের বাবা নাজির আহম্মেদ গত ১৫/০৮/২০১৯ইং জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা করার ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তাই এ বেপারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ও গাজীপুর প্রসাসনিকের উপর সহযোগীতা চেয়ে এক মানবন্ধন করেছে এলাকাবাসি।