
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সাজ্জাদ হোসেন ওরফে বাবু (৩৮) নামে এক পাষন্ড স্বামী। নির্যাতিত গৃহ বধুর অবিভাবকরা জানান, বিগত তিন’বছর পূর্বে গাজীপুর মহানগরির ১৯নং ওয়ার্ড সালনা নাগা এলাকার মো. সেলিম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে বাবু এর সাথে মহানগরির ২৪নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিনের মেয়ে মোসা. মনি আক্তার (২৩) এর বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে ও বোনের সুখের কথা চিন্তা করে মনি আক্তারের বাবা ও ভাই তাকে তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং তার জামাইকে ১,৫০.০০০ হাজার টাকা মূল্যের ফার্নিচার সামগ্রীসহ ব্যবসা বানিজ্য করার জন্য বিভিন সময়ে মোট আরো নগদ ১,৫০.০০০হাজার টাকা দিয়েও সুখ পেলোনা হতভাগী মনি আক্তার। বিয়ের কয়েক দিন পর থেকে স্বামী সাজ্জাদ হোসেন বাবু তার বাবা সেলিম হোসেন ও বোন মেীসুমি আক্তার জান্নাত দ্বয়ের ইন্ধনে মোটা অংকের টাকা যৌতুক চেয়ে মনি আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে যৌতুকলোভী পাষন্ড স্বামী। গত ১৩জানুয়ারি সন্ধ্যায় পুনরায় ২.০০০০০ লক্ষ টাকা যৌতুক দাবী করে পাষন্ড স্বামী বাবু ও তার পরিবারের সদস্যরা। মনি আক্তার জানায় যৌতুকের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে ক্ষীপ্ত হইয়া পাষন্ড স্বামী সাজ্জাদ হেসেন বাবু শ^শুরবাড়ির লোকজন শ্বশুর সেলিম ও ননদ মৌসুমি আক্তার তাকে বেধড়ক মারপিট করে কোমরে এবং পাছায় গুরুত্বর থেতলানো রক্তজমাট জখম করে। পরের দিন সকালে খবর পেয়ে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় মনি আক্তারের পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করেন। পরে মনি আক্তারের অবস্থা আশংকাজনক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে মনি আক্তর বাদী হয়ে সদর থানা জিএমপি, গাজীপুরে মামলা নং-২ তাং ৫-২-১৯ নারি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করেন।
