গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

0
227
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন। জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি প্রাণ হারান। নিহত সিরাজুল ইসলামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় ইভা সোয়েটার নামে একটি পোশাক কারখানায় গত রোববার রাতে এসিতে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি প্রাণ হারান। তার বাড়ি চট্রগ্রামের মিরেরশরাই থানায়। আর সিরাজুল প্রাণ হারান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে। এছাড়া আরও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি আসাদুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাÐের ঘটনায় এসি মিস্ত্রি ফরহাদ ও তার সহকারী সিরাজুল নিহত হন। এ ছাড়া কারখানার দুই অপারেটর দ্বগ্ধ হন। এ ঘটনায় আগুন ধরে আশপাশের বিভিন্ন যন্ত্রপাতি ও খাপড়ে ছড়িয়ে পড়লে দোতালা ওই কারখানা ভবনে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে কারখানা থেকে একযোগে বের হতে গিয়ে আরও পাঁচ শ্রমিক আহত হন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। বিকল এসির কমপ্রেশারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান। তিনি বলেন, অগ্নিকাÐের খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার কিছু যন্ত্রপাতি ও মালপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here