Daily Gazipur Online

গাজীপুরে স্কুলছাত্র হত্যাকান্ডের ঘটনায় বিট পুলিশের অফিস প্রত্যাহার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের গাছা কুনিয়া পাছর এলাকায় স্কুল ছাত্র শাকিল হত্যান্ডের পর ওই এলাকা থেকে বিট পুলিশের কার্যালয় প্রত্যাহার করা হয়েছে। ওই কার্যালয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আশ্রিত মাদক কারবারি ও সন্ত্রাসীরা নিয়মিত আড্ডা দিত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। স্থানীয় ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশেই ছিল পুলিশের ওই বিট অফিস। গত সোমবার সন্ধ্যায় ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ৯ম শ্রেণীর স্কুল ছাত্র শাকিল নিহত ও তার সহপাঠী ফাহিম গুরুতর আহত হয়। এ ঘটনায় ওই দিন রাতেই এ হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসী হাবীবুল্লাহকে গ্রেফতার করে গাছা থানা পুলিশ। হাবীবুল্লাহ ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের পরিবারের সদস্য হিসেবে এলাকায় পরিচিত। কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের ছোট ছেলে সাব্বিরের নেতৃত্বে সন্ত্রাসী হাবীবুল্লাহ ও তার সহযোগীরা বিট পুলিশের ওই কার্যালয়ে নিয়মিত আড্ডা দিয়ে এলাকায় মাদক কারবার, ফুটপাতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
এব্যাপারে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, স্কুলছাত্র শাকিল হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক কোন রক্ষা পাবে না। এ হত্যাকান্ডে সরাসরি জড়িত একজনকে ইতিমধ্যেই আমরা গ্রেফতার করেছি। অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।