গাজীপুরে সড়কে নেই আ.লীগ নেতারা

0
57
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চল চল ঢাকা চল, সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা একদফা দাবি বাস্তবায়নের আন্দোলনে যোগ দিতে সকাল ৬টার পর থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন। এমনটি দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায়।
সোমবার কাক ডাকা ভোর সাড়ে ৫টা থেকেই ছাত্ররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঢাকা অভিমুখী যাত্রা শুরু করেন। সারা দেশে লাগাতার কারফিউ ঘোষণার পরও কোনো ভয়ভীতি শিক্ষার্থীদের চোখেমুখে পরিলক্ষিত হয়নি। তাদের চেহারায় দেখা গেছে বিজয়ের আনন্দ ও লোভ লালসা মুক্ত নিষ্পাপ মাধুর্য।
নাম প্রকাশে অনেচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা দেশ স্বাধীনের যুদ্ধে যাচ্ছি। একদফা দাবি পূরণ হলেই চলে আসব। ঘরে বসে থাকার সময় নাই। আমাদের অভিভাবকদের সম্মতি নিয়েই এই যুদ্ধে অংশ নিচ্ছি। আমাদের ভাইবোন প্রায় ৮০-৯০ জন অসহযোগ আনদোলনের প্রথম দিন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুন করছে। আমার ভাইবোনদের শহিদি রক্তে রাঙানো খুনি হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না আজীবন। সময় নাই যেভাবেই হোক ঢাকা পৌঁছতে হবে। দোয়া চাই দেশবাসীর।
চান্দনা চৌরাস্তা এলাকার বাসিন্দা জসীমউদ্দিন বলেন, শিক্ষার্থীরা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও বিভিন্ন যানবাহনে রাজধানীর দিকে রওনা দিয়েছেন। তাদের স্লোগান দিতে দেখা যায়।
এদিকে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফোন বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here