Daily Gazipur Online

গাজীপুরে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সানাউল্লা স্বপন: গাজীপুর বারেন্ডা এলাকা হতে ০৩ গ্রাম হেরোইনসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
গত ০৫ মার্চ রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন বারেন্ডা এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন বারেন্ডা সাকিনস্থ আইনুদ্দিন মোল্লার ইটখোলা ইব্রাহিম খলিল উল্লাহ এর মুদি দোকানের পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মোস্তফা মোল্লা(৩২), পিতা মোঃ সিদ্দিক মোল্লা, মাতা-রিনা বেগম, ২। মোঃ আলাল(৫০), পিতা-মৃত নছর আলী, মাতা-মৃত নীল মতি, উভয় সাং-বারেন্ডা মোল্লা মার্কেট, ৩নং ওয়ার্ড, থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তার আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ০২(দুই) পুরিয়া হেরোইন, যাহার ওজন প্রায় ০৩(তিন) গ্রাম, নগদ ১৬০০০/-(ষৌল হাজার) টাকা এবং ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রায় ০৩ (তিন) গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ১৫০০০/-(পনের হাজার) টাকা। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধ মাদক (হেরোইন) ক্রয় বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ৮(ক) ধারায় অপরাধ করিয়াছে।
উক্ত আসামীর বিরুদ্ধে জিএমপি কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে যার নম্বর-০৬ তারিখ ০৬/০৩/২০২০ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৮(ক)।