Daily Gazipur Online

গাজীপুর আদালতে মিথ্যা স্বাক্ষী দিতে এসে ৩ দিনের কারাদন্ড

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিথ্যা স্বাক্ষী দিতে এসে ধরা পড়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তাঁরাটিয়া পূর্বপাড়া এলাকার মৃত-আব্দুল হালিম মিয়ার পুত্র আবু তাহের। গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ জাবেদ আলী জানান, গত ১৭ মে মঙ্গলবার জয়দেবপুর থানার মামলা নং- ৮৪/১১/১৬, যার জি.আর নং- ১৪৯৫/১৬। মামলার বাদী গাজীপুর জেলার মনিপুর গিলা গাছীয়া এলাকার ইসমাঈল হোসেন এর ছেলে মফিজুল ইসলাম। মামলায় স্বাক্ষী আব্দুল্লাহ’র পরিবর্তে মিথ্যা স্বাক্ষী দিতে আসেন আবু তাহের। জিজ্ঞাসাবাদে স্বাক্ষী তার পিতার নাম বলতে না পারায় বিজ্ঞ বিচারকের সন্দেহ হলে এক পর্যায়ে স্বাক্ষী স্বীকার করেন সে আব্দুল্লাহ’র পরিবর্তে মিথ্যা স্বাক্ষী দিতে এসেছে। মিথ্যা স্বাক্ষী দেওয়ায় বিজ্ঞ বিচারক আবু তাহের কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের এ্যাডভোকেট ছিলেন, এপিপি হাজী আতাউর রহমান আকাশ। আসামী পক্ষে এ্যাডভোকেট ছিলেন, মহসীন মিয়া।