Daily Gazipur Online

গাজীপুর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজকে সকাল ১১ ঘটিকায়, গাজীপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের ঈশ্বড্ডায় হাজী নৈমুদ্দিন বিদ্যালয়ের আঙ্গিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুববন্ধু আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পির নির্দেশে গাজীপুর ইয়ুথ ক্লাব আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত কর্মসূচীটি উদ্বোধন ঘোষনা করেন গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি,গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো:তৌহিদুল ইসলাম দীপ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক,গাজীপুর মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,গাছা থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী লিটন মোল্লা। আলোচনা সভা পরিচালনা করেন গাছা থানা ছাত্রলীগের সভাপতি,ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযাদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,গাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন,নগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সারোয়ার হোসেন সরকার,৩২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা,যুবলীগ নেতা জাকির হোসেন জনি,গাছা থানা ইয়ুথ ক্লাব এর সাধারণ সম্পাদক নুরুদ্দিন,থানা ছাত্রলীগের সহসভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রুমি সরকার,সাংগঠনিক সম্পাদক মুন্না হোসাইনসহ আরো অনেকে।
আলোচনা সভার পরে বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ঔষুধী গাছ লাগানোর মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করা হয়।উক্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেছেন গাছা থানা ইয়ুথ ক্লাব এর সভাপতি মুরাদ কবির আন্না,থানা ইয়ুথ ক্লাবের সহসভাপতি এইচ.কে রানা।
সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে দলগতভাবে আমাদের সকলের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।বৃক্ষরোপণ করবো সবাই গড়বো সোনার সবুজ বাংলাদেশ।এই স্লোগান থাকবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে সবসময়।