Daily Gazipur Online

গাজীপুর জেলা পরিষদে বিজয় দিবস পালন

অলিদুর রহমান অলি, গাজীপুর প্রতিনিধি :শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে জেলা পরিষদ, গাজীপুর। পরে জেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের নবনির্মিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্যা।
এছাড়া ওই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রমহান লিটন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, সদস্য আনিসুর রহমান আরিফ, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ওম্মে কুলসুম শিল্পী ও মাহমুদা ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে সকল শহীদের আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।