Daily Gazipur Online

গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠক

মোঃ শাহজালাল দেওয়ান : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত গাজীপুর -২ আসনে প্রার্থী জাহিদ আহসান রাসেল এর নৌকা মার্কা কে বিজয় করার লক্ষ্যে গাজীপুর মহান ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন এর ব্যক্তিগত উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় জিনুমার্কেট এলাকায় ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাদলচন্দ্র শীলএর সভাপতিত্বে এবং ৪৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাপ্পি লস্কর,ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ রফিক,মহিলা আওয়ামী লীগের সভাপতি লুৎফা পাঠান,সাধারণ সম্পাদক শুভ মেহের শুভ,যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাদশা মিয়া,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শুকর আলী মমিন,জাফর ফকির,সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন নিলয় প্রমুখ। উঠান বৈঠক অনুষ্ঠানের খালেদ সাইফুল্লাহ সেলিম বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের মা, মাটি ও গণমানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে। গাজীপুরে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তিনি আরও বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে পঞ্চম বারের মতো গাজীপুর ২-আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাজীপুর ২ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদ হাসান রাসেল এমপির সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।