Daily Gazipur Online

গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম নির্বাচন : প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের উদ্যোগে শহরের হাবিবুল্লাহ স্মরণীর ইকবাল কুটির অঙ্গণে অনুষ্ঠিত হয় প্রার্থী পরিচিতি সভা ও মতবিনিময় সভা। প্রধান নির্বাচন কমিশনার দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, কাপাসিয়ার মোঃ নুরুল আমিন সিকদার (ভোরের কাগজ) ও মোঃ শামসুল হুদা লিটন (দৈনিক ইনকিলাব), কালীগঞ্জ থেকে ইব্রাহীম খন্দকার (দৈনিক দিনপ্রতিদিন),সাপ্তাহিক আদর্শ বাণীর সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, টঙ্গী থেকে মোহাম্মদ আলী ভূঁইয়া (বাংলাদেশের খবর), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লোকমান হোসেন (দৈনিক মুক্ত বলাকা), নির্বাচন কমিশনার মোঃ বায়েজীদ হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক সদস্য মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারসহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন- প্রত্যেক প্রার্থী ও ভোটারদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এতে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে। তিনি বলেন- এই নির্বাচনে চুল পরিমাণ ত্রুটি যাতে না থাকে সেদিকে সু-দৃষ্টি থাকবে। গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের এ নির্বাচনকে সামনে রেখে হাবিবুল্লাহ স্মরণি এলাকা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। চার দিকে ছড়িয়ে পড়েছে সাজসাজরব। প্রচার-প্রচারণায় মুখরিত সাংবাদিক সমাজ। এ ছাড়া এ নির্বাচনের দিকে দৃষ্টি রয়েছে সর্ব মহলের। ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময়ের পর সংগঠনের অন্যতম সদস্য মাওলানা আল-আমিন দেওয়ান সকলের শুভকামনায় দোয়া পরিচালনা করেন।