Daily Gazipur Online

গুলশানে ইফতার তৈরিকে কেন্দ্র করে কিশোরীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গুলশানে বাসায় ইফতার তৈরীকে কেন্দ্র করে আরজিনা সুলতানা লিলি (১৪) নামে এক কিশোরীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা ও গৃহপরিচারিকাকে নির্যাতনের মামলায় গৃহকর্তা মাজেদ ইবনে কাশেম পারভেজকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার (২৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার পুলিশ জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) গুলশান-১ নম্বরের সি ব্লকের ৮ নম্বর রোডের ২০৫/৩ নম্বর বাড়ির ৭-ডি বাসায় ইফতার তৈরিকে কেন্দ্র করে কিশোরী লিলিকে বেধড়ক মারধর করা হয়। একপর্যাযে তার শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিলে মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না ও বাঁচাও বাঁচাও চিৎকার শুনে আশপাশের লোকজন গুলশান থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে গুলশান থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার ও গৃহকর্তা মাজেদকে আটক করে।এ ঘটনায় লিলি বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। এই মামলায় গৃহকর্তা মাজেদ ইবনে কাশেম পারভেজকে (৩২)কে কারাগারে পাঠিয়েছে আদালত।