Daily Gazipur Online

গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।
শনিবার ভোর ছয়টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে সাধারণ মানুষও কাজ করছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনায় আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি মার্কেটটিতে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সে সময় মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।