

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মনোহরদী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
১৪ জুন মঙ্গলবার দুপুর ৩ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর মধুমালাঘাটে ৫৩টি ঘর, একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণ কাজেন পরিদর্শন করেন।
এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি।
গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনূর জাহান, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার রহমান ভূইয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত প্রমুখ।
প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বিজয়নগর উপজেলার বিভিন্ন অফিস ও উন্নয়নমূলক কাজ পরির্দশন করেন।
