
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা-৫ আসনে ৩বারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে অভিনন্দন জানিয়েছে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ। রবিবার বেলা সাড়ে ২টায় সৌজন্য সাক্ষাৎকালে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হূমায়ুন কবির মজুমদারের নেতৃত্বে গোলাম ফারুক প্রিন্স এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খান, প্রফেসর ড. মো. শাহজাহান, আবুল কালাম আজাদ, মো. রুহুল আমিন, মো. বাহেজ উদ্দিন, মো. আব্দুল আউয়াল, সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মামুন, রফিকুল ইসলাম প্রমূখ।
