Daily Gazipur Online

গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনকে সরকারিভাবে বাড়ির জায়গা নিধারিত

আবির হোসাইন শাহীন নিজস্ব প্রতিবেদক: শাহজাদপুরে গোল্ডেন বুট বিজয়ী আখি খাতুন এর বাড়ির জন্য পৌর সদরে সরকারিভাবে জায়গা নির্ধারন ও দখল মুক্ত করা শুরু করেছ উপজেলা প্রশাসন।
জানা যায় , বুধবার দুপুরে শাহজাদপুর পৌরসদর মনিরামপুর মহল্লায় সাফ অনুর্ধ্ব -১৫ নারী ফুটবল চ্যাম্পিয়ন শীপের সেরা খেলোয়ার গোল্ডেন বুট বিজয়ী আখি খাতুনের বাড়ি করার জন্য সরকারিভাবে ৫ শাতক জায়গা নির্ধারন করে জায়গা দখল মুক্ত করার কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান ও সহকারি কমিশনার (ভূমি) হাসিব সরকার।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হোসেইন সাংবাদিকদের জানানর্, আখি খাতুনের পিতা জায়গার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট আবেদন করলে পরে জেলা প্রশাসকের মাধ্যেমে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশের গর্ব আখি খাতুনকে বাড়ি করার জায়গা দেয়ার নির্দেশ দেওয়া হয় তারই প্রেক্ষিতে আজ আমরা আখি খাতুনের জন্য সরকারি জায়গা দখল মুক্ত করছি। শাহজাদপুর মনিরামপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলার মোঃ রবিন আকন্দ এর বসত বাড়ির পশ্চিম অংশ থেকে এ জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে।