ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. নূ ক ম আকবর হোসেন বলেছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অদৃশ্য জীবাণু যতটুকু না মানুষকে বেকায়দায় ফেলেছে তারচেয়ে বেশি ত্রাসের সৃষ্টি হয়েছে মানুষের অমানবিকতা, দুর্নীতি আর কুপ্রবৃত্তির কারণে। নবী বংশের উজ্জ্বলতম প্রদীপ সৈয়দ আহমদ শাহ সিরিকোটি তাঁর দীর্ঘ ১০৮ বছরের জীবনে মানুষের মনে নৈতিকতা ও আধ্যাত্মিক শিক্ষার আলো জ্বালিয়ে খাঁটি সোনার মানুষ গড়ার কাজ করেছেন। চলমান বৈশ্বিক সংকট থেকে উত্তোরণে সৈয়দ আহমদ শাহ সিরিকোটির সৎ ও মানবিক মানুষ তৈরির দর্শনকে অনুসরণ করতে হবে এবং তাঁর দর্শনকে ছড়িয়ে দিতে হবে। হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) এর ৬১ তম সালানা ওরস মোবারক উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত অফিসিয়াল পেইজের আয়োজনে ০৪ জুলাই বিকালে শিক্ষার প্রসারে সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (রহ.) অবদান শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনায় আরো যুক্ত হয়েছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আ্যডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। সভায় মোছাহেব উদ্দীন বখতিয়ার বলেন, আল্লামা সিরিকোটি পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তরে ধর্মপ্রচারের পাশাপাশি শিক্ষার বিস্তারেও ব্রতী ছিলেন। শুধু বাংলাদেশেই ১২০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে শিক্ষাকার্যক্রম চালাচ্ছে তাঁরই প্রতিষ্ঠিত সংস্থা আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ট্রাস্টের পরিচালনায়। এ মহান অবদানের কারণে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.) চিরস্মরণীয় হয়ে আছেন।