Daily Gazipur Online

জনগণকে কষ্টে রেখে উন্নয়ন হবে না : মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সেতুর টোল-গাড়ি ভাড়া-খুন-গুম-অপরাধ-দুর্নীতি আর দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে কষ্টে রেখে উন্নয়ন হবে না; এমন উন্নয়ন তারা চায়ও  না।
৪ জুন সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বনাম তথাকথিত উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, পেটে ক্ষুধা নিয়ে কি পদ্মাসেতুতে উঠে আনন্দ-উল্লাস করবে? করতে পারবে? পারবে না। অতএব, বাংলাদেশের মানুষের কল্যাণ যদি করতে হয়; সবার আগে অপরাধ-দুর্নীতি বন্ধ করার পাশাপাশি দ্রব্য বিক্রি আইন প্রনোয়ন ও বাস্তবায়ন করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হুমায়ুন কবির, মিথিলা খানম প্রমুখ।