Daily Gazipur Online

জবির ছাত্র মনিরের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র মনিরের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একটি মিথ্যা অভিযোগে হত্যা মামলায় কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই দাবি জানান তারা।
জানা যায়, গত ২৭ জুন শরীয়তপুরের জাজিরা উপজেলার ভোলাই মুন্সিকান্দি গ্রামে জমি নিয়ে বিবাদের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াজ মাদবর (১৭) নামে এক কিশোর গুরুত্ব আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যায়। পরে হত্যাকাণ্ডের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনের নামে লিটন মাদবর বাদী হয়ে মামলা দায়ের করে। পরে ৩০ জুন দুপুরে মনিরকে জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে নেয় পুলিশ। পরে এই মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও মনিরকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মনির আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের একজন ছাত্র। এই লকডাউন এর জন্য সে গ্রামের বাড়িতে ছিল। তার সাথে বাদী বা বিবাদী পক্ষের কারো সাথে কোনো সংযোগ ছিলো না। সে তৃতীয় পক্ষের লোক এবং ঘটনার দিন সে ঘরেই অবস্থান করছিল। কিন্তু প্রহসনমূলকভাবে এই হত্যার ঘটনায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়। এখন তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে মনিরের মুক্তি চাই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
এদিকে মনিরের সহপাঠীদের দাবি, ‘মনিররা কোন পক্ষের সাথে জড়িততো দুরের কথা সমর্থকও নয়। এমনকি মনিরের পরিবারের কোন সদস্য এই মামলার আসামী নয়। অথচ তালিকাভুক্ত আসামীরা সব গা ঢাকা দিলেও মনির তার বাড়িতে স্বাভাবিকভাবেই বসবাস করছিল। কিন্তু নিরিহ মনিরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা মনিরের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, মানববন্ধন এর বিষয়ে আমি কিছুক্ষণ আগে অবগত হয়েছি। মনির যেন কোন হয়রানির শিকার না হয়।এবং নির্দোষ নিরাপরাধ মনির দ্রুত ন্যায় বিচার পায় সেই প্রত্যাশা করছি।