জাতীয়করণসহ ৫দফা দাবিতে নড়াইলে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত

0
119
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী শিক্ষকবন্ধন চলাকালে তাদের দাবি-দাওয়া তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রæব কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ভিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, লোহাগড়া মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা, অবিলম্বে শতভাগ উৎসব ভাতা, জাতীয়করণসহ ৫দফা দাবি মেনে নেয়ার জন্য শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here