Daily Gazipur Online

জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান

মোঃ বায়েজীদ হোসেন : আজ রবিবার গাজীপুর জেলা শাখা কর্তৃক জাতীয়করন কৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদীর প্রাপ্যতায় ১২ আগষ্ট ২০২০ইং অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবীতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক মহাজোট গাজীপুর জেলা শাখা। জাতীয়করন কৃতপ্রাথমিক শিক্ষকদের বর্তমান প্রশাসন কর্তৃক জারিকৃত পত্রে সৃষ্ট জটিলতা/সমস্যা দেশে শিক্ষকদের মাঝে অস্বস্থি ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করা হয়। (১) অধিগ্রহনের বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারন) বিধিমালা ২০১৩ অধিন ৫০% চাকুরীকাল গণনা করে। জৈষ্ঠ্যতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। (২) প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইম স্কেলের জটিলতা নিরসর না করে ১২ আগষ্ট ২০২০ইং তারিখে অর্থ মন্ত্রণালয়ে কর্তৃক জারীকৃত টাইম স্কেল কর্তনের পত্রটি বাতিল করা প্রয়োজন। এসময় বক্তব্য রাখেন, শিক্ষক মহাজোট গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক এস.এম গিয়াস উদ্দিন, কাপাসিয়া উপজেলা শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, শ্রীপুর উপজেলা শিক্ষক প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা শিক্ষক প্রতিনিধি মোঃ রেফাজ উদ্দিন ও মোঃ আজহার হোসেন।