জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে টঙ্গীতে জোনাল এডভোকেসি সভা

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আগামী ৬ থেকে ১১ এপ্রিল-২০১৯ পালন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল সম্মেলন কক্ষে এক জোনাল এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম। টঙ্গী অঞ্চল-১ নির্বাহী কর্মকর্তা কে এম জহুরুল আলমের সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টর আরসাদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস প্রমুখ। এডভোকেসি সভায় টঙ্গী অঞ্চলের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম উল্লেখিত কার্যক্রমের ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত সকল শিশুকে ১টি কৃমি নাশক ট্যাবলেট মেবেন্ডাজল ৫০০মিলি গ্রাম খাওয়ানোর ব্যাপারে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এ বছর টঙ্গী অঞ্চলের ৩১৫টি বিদ্যালয়ের ১লাখ ২ হাজার শিশুকে এ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here