Daily Gazipur Online

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় পাবনার নৃত্যদল ও সাংস্কৃতিক একাডেমি দলীয় নৃত্য সেরা দল নির্বাচিত

আর কে আকাশ, পাবনা: বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৭ম বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা-২০২২ দলীয় নৃত্য (গ) বিভাগে সেরা দল নির্বাচিত হয়েছে পাবনার “নৃত্যদল ও সাংস্কৃতিক একাডেমি”। জাতীয় শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগীতায় দেশের সকল জেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগী দল অংশগ্রহণ করে।
দলীয় নৃত্যটি পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী মো. নাঈম আহমেদ। দলীয় নৃত্য অংশগ্রহণ করেন হামিম শেখ, সাইদুর রহমান হানিফ, তানিয়া খাতুন, শামিম আরা রিপা, বিজয় হোসেন। “নৃত্যদল ও সাংস্কৃতিক একাডেমি” নৃত্যশিল্পী মো. নাঈম আহমেদ আগামীতে বিভিন্ন প্রতিযোগীতায় ভালো ফলাফল করতে সকলের কাছে দোয়া চেয়েছেন।