ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিউজে) এর সদস্য সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন বুলবুলের শ্বশুর আব্দুস সালাম মেম্বার (৮৫) বি-বাড়ীয়া জেলার নবীনগর পৌরসভার পূর্ব পাড়াস্থ নিজ বাস ভবনে আজ ( ১৭ আগস্ট ২০২০ ) সোমবার দুপুর ২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাহের রাজিউন )। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে ও স্ত্রী, আত্মীয়-সজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ মাগরেব পূর্ব পাড়াস্থ নবীনগর কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাযার নামাজে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। দ্বিতীয় জানাযার নামাজ বাদ এশা নবীনগরের বড়িকান্দি হযরত গনি হাদির মাজার সংলগ্ন কাচারি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে তাকে বড়িকান্দিস্থ তার নিজ বাড়িতে দাফন করা হয়।উল্লেখ্য তিনি হযরত গনি হাদির বক্ত ছিলেন। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ ও ভাইস চেয়ারম্যান ড. অ্যাড. শিব্বির আহমেদ,টঙ্গী প্রেসক্লাবে সভাপতি মো: হায়দার সরকার ও সাধারণ সম্পাদক মো: কালিম ইকবার গভীর শোক ও দূঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে মরহুম আব্দুস সালামের রুহের মাগফিরাত ও জান্নাত নসিবসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিবের শ্বশুরের ইন্তেকাল
