Daily Gazipur Online

জামান মেমোরিয়াল একাডেমি’র বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জামান মেমোরিয়াল একাডেমি’র বার্ষিক শিক্ষাসফর ” চায়ের দেশে একদিন” গত শনিবার ৮ ফেব্রুয়ারি চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এবং হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়। পুথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ জ্ঞান লাভের উদ্দেশে দিনব্যাপি পরিচালিত শিক্ষাসফরে প্রধান অতিথি ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রভাষক নুসরাত জাহান, গভর্নিং বডির সদস্য মোঃ জালাল উদ্দিন ও সাহিদা আকতার, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকন প্রমুখ।