Daily Gazipur Online

জিনারদী ইউপি চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

নরসিংদী থেকে হলধর দাস: আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাস মুক্ত করার দাবী জানিয়েছেন (আনারস প্রতীকের) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জুটন চন্দ্র দত্ত। জুটন চন্দ্র দত্ত জেলা আইনজীবী সমিতি ও ঢাকা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। এছাড়া, জুটন জেলা আওয়ামী যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার(২২/১২/২০২১) বিকেলে নরসিংদীর একটি রেস্টোরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুুটন চন্দ্র দত্ত বলেন, জিনারদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রতিদ্ব›দ্বী প্রার্থী কামরুল ইসলাম গাজী আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। তিনি তার সন্ত্রাসী কর্মী সাইফুল ইসলাম সজল, কাসেম দেওয়ান, জয়নাল আবেদীনসহ কতিপয় সন্ত্রাসীকে নিয়ে গত ১৯ ডিসেম্বর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দ’ুটি প্রাইভেটকার, কালো গøাসের ২/৩টি হাইয়েস সহ ৪০/৫০টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণার নামে প্রতিদিনই জিনারদী ইউনিয়ন নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে মহড়া প্রদর্শন করে এলাকায় এক চরম আতংক সৃষ্টি করে চলেছেন। তার আচরণে সাধারণ ভোটারদের মনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে দুর্নীতির আশংকা রয়েছে। বিশেষ করে জিনারদী ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা সমূহের সাধারণ ভোটারদের মনে এক চরম আতংক বিরাজ করছে- যাহা বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন চন্দ্র দাস।