Daily Gazipur Online

জিয়াউর রহমান এর কবরস্থানে পুষ্পমাল্য অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ৩০মে,জাতি দূর্ভাগ্যবশত এই দিনটি শোকতপ্ত ভাবেই পালন করে আসছে ৪১বছর।সেদিনের কালো রাত্রিটাতে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেননি তার সাথে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেও কবর দেওয়ার ঘৃণ্য উদ্দেশ্য ছিল এক শ্রেণির অরাজক গোষ্ঠীর।
সদ্য স্বাধীন হওয়া দেশটির যুদ্ধ বিধস্ত অবস্থার অবসান ঘটিয়ে যখন মানুষের মুখে স্বস্তির হাসি ফুটানোর কর্মপদ্ধতি সম্পন্ন ঠিক সেই মুহূর্তে জাতিকে এই শোকের আবহ গ্রাস করেছিল আজকের এই দিনে।
একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা, নিজ দেশকে উৎপাদনশীল খাতে এগিয়ে তাবেদারিত্বের অভিশাপ থেকে মুক্তি, যুবকদের সৃষ্টিশীল মেধা শক্তি আধুনিক সমাজ বিনির্মানে প্রয়োগ, শিক্ষাব্যবস্থা উন্নতকরণ ও পরিকল্পিত খাল খননের মাধ্যমে কৃষিখাতকে কৃষকের জন্যে সহজলভ্য উৎপাদনের ক্ষেত্র পরিনত করার যুগান্তকারী কৌশল সহ আধুনিক রাষ্ট্রের রূপকার হওয়ার অপরাধেই আজকের এই দিনে মহান নেতার নেতৃত্ব থেকে দেশ বঞ্চিত হয়েছিল।
আমরা দেশের এই ক্রান্তিকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি।
যে সংগঠনগুলির সমন্বয়ে আমরা চলি : বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ,আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, হত্যার বিচার দাবি পরিষদ, তারা নিউজ বিডি টিএনবি, এস এস জে আর টিভি,তারা নিউজ বিডি ডট কম, কে এ জে আর আর আর ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষন স্মৃতি পরিষদ, খন্দকার রবি উজ জামান সিপার স্মৃতি পরিষদ, বাংলাদেশ ক্যামেরা ক্লাব, গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ, বাংলাদেশ আলোকচিত্র শিল্পী এসোসিয়েশন, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবাসী সমর্থক গোষ্ঠি,খুলনা বিভাগ উন্নয়ন বাস্তবায়ন সমন্বয় কমিটি ও নিরাপদ বাংলাদেশ চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান।