জয়পুরহাটের পরিবেশ বিপর্যয়ের প্রধান কারন অবৈধ ইট ভাটা: সবুজ আন্দোলন

0
51
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আজ রোববার ১২টার পরে শহরের প্রফেসরপাড়ার মাতৃভূমি আটিজম একাডেমী হলরমে সবুজ আন্দোলন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাট জেলার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।
এসময় জেলা সবুজ আন্দোলন কমিটির সদস্য সচিব তাহরীম আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু।
প্রধান অতিথি বলেন, পরিবেশ উন্নয়নে নদীগুলোর পাড় জুড়ে গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব ইকো সিস্টেম ডেভেলপ করা সম্ভব। পরিবেশ বিপর্যয় রোধ করা না গেলে দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জয়পুরহাটে পরিবেশ বিপর্যয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান আলোচক তার বক্তব্য বলে, আমরা সবুজ আন্দোলন সব সময় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। সকল নারীদের পরিবেশ বিপর্যয় রোধে সচেতন করতে হবে।
আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক মাতৃভূমি অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি তিতাস মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আলিফ আনারুল সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর পাপিয়া বারিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব জয়পুরহাটের সহ সভাপতি সোহেল আহমেদ লিও, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নুরে আলম হোসেন, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সহ সভাপতি সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা গাউস মিয়া, মোঃ কামরুল ইসলাম, ছাত্র পরিষদের সদস্য সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here