Daily Gazipur Online

ঝিনাইগাতী উপজেলা পরিষদের গাড়ী কোথায় ?

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের জীপ গাড়ী (শেরপুর-গ-১১-০০১২) কোথায় কেউ বলতে পারছে না। সরকারী ম্যানুয়েল অনুযায়ী উপজেলা পরিষদের জীপ গাড়ীটি ব্যবহারের পর নির্ধারিত গ্যারেজে রাখা বাধ্যতামুলক।এছাড়া শুধু সভায় যোগদান ব্যতীত জেলা প্রশাসকের অনুমতি ছাড়া উপজেলার বাহিরে গাড়ীটি যেতে পারবে না। গত মে মাসের ১৩ তারিখ থেকে ১৮ তারিখ মোট ৬ দিন এবং ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত মোট ৩ দিন একাধারে জীপ গাড়ীটি উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজের জন্য বিনা অনুমতিতে ঢাকায় নিয়ে ব্যবহার করেন।যা সরকারী গাড়ী রক্ষনাবেক্ষন নীতিমালার পরিপন্থী।এদিকে গত ৭ জুন থেকে একাধারে গ্যারেজ ফাকা পড়ে রয়েছে।গত ৭ দিন যাবত গাড়ীটি খুজে পাওয়া যাচ্ছে না।একটি সুত্র জানায়,জীপ গাড়ীটি উপজেলা চেয়ারম্যান বিদেশ যাওয়ার সময় ঢাকায় নিয়ে যান।বর্তমানে তার পরিবারের লোকজন ঢাকায় নিয়ে ব্যবহার করছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ সাংবাদিকদের বলেন,উপজেলা পরিষদের জীপ গাড়ীটি শুধুমাত্র মিটিং-এ যোগদান বা সরকারী প্রয়োজনে জেলা সদরে যাওয়ার বিধান রয়েছে।এছাড়া অনুমতি ব্যতীত উপজেলার বাইরে গাড়ীটি নেওয়া যাবে না।যদি এর বাহিরে কিছু হয়ে থাকে খোজ নিয়ে তা দেখবো।