টঙ্গীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

0
83
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ধারালো অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া রোড সংলগ্ন অলিম্পিয়া স্কুলের সামনে ধারালো অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ১ অক্টোবর শনিবার রাতে এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন তথ্যের ভিত্তিতে কামারপাড়া স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ পাচঁ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃতরা হলো, টঙ্গী বাজার এলাকার বাহার মিয়ার ছেলে ফেরদৌস (২২), টঙ্গীর সাতাইশ এলাকার বাশির মিয়ার ছেলে আনোয়ার হোসেন টুটুল (২১), একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মিন্টু মিয়া (২১), গাজীপুরা পশ্চিম পাড়া এলাকার ইমরান মিয়ার ছেলে তন্ময় আহমেদ তনু (১৯), টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে সিয়াম (১৯)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here