

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ধারালো রামদা, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে টঙ্গীর রেলস্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো— জসিম (৩০), নয়ন (২১), সোহরাব ইমরান (৩০), আহম্মেদ শরিফ (২২) ও মারুফ (২০)।
পুলিশ জানায়, টঙ্গী রেলস্টেশন কলোনি এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো রামদা, দুটি চাপাতি ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
