টঙ্গীতে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
293
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১ গাজীপুর মহানগরীর টঙ্গী হতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার কালে তাদের কাছ থেকে ৭৯৭ বোতল ফেন্সিডিলসহ ০১ টি মিনি ট্রাক উদ্ধার।
০৮ আগস্ট রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর চৌরাস্তা হইতে ঢাকা গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে টঙ্গী বাজারস্থ বাসষ্ট্যান্ড মেসার্স মিতালি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ১) মোঃ সুমন আলী (২৪), পিতা- মোঃ আফজাল হোসেন, মাতা- সোনাবান, সাং- ছোট হাদিনগর, ওয়ার্ড নং-৩, ইউপি- শ্যামপুর, থানা- শীবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ, ২) মোঃ আব্দুল মজিদ (২৪), পিতা- মোঃ আব্দুল জফির, মাতা- পারভীন আক্তার, সাং- দাসনগর দক্ষিন পাড়া, ওয়ার্ড নং-১০, ইউপি আমাইন, থানা- পতœীতলা, জেলা- নওগাঁ ৩) মোঃ মিঠু (২৬), পিতা- নূর মোহাম্মদ, মাতা- মোছাঃ বেগম আরা, সাং- দাস নগর দক্ষিন পাড়া, ওয়ার্ড নং-১০, ইউপি আমাইন, থানা- পতœনিতলা, জেলা-নওগাঁ’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের চালিত মিনি ট্রাকের পাটাতনের উপরে বক্স হতে ৭৯৭ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৬,৪৬০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।
ধৃত আসামী সুমন’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন অটোরিক্সা চালক। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার জড়িত। সে চাঁপাইনবাবগ”ের শিবগ” থানাধীন জনৈক আজম ও শফিকের মাধ্যমে মাদকের চালান সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। ধৃত আসামী সুমন আজম ও শফিকদের অন্যতম সহযোগী। তারা মাদক দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে এবং ধৃত আসামী সুমন মাদকের চালানগুলো ঢাকায় নিয়ে আসার কাজ করে। সে রাজধানীর কাওরান বাজার সহ বিভিন্ন স্থানে এসব মালামাল ঢাকাস্থ মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে বলে জানায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সে বিভিন্ন সময়ে মৌসুমি ফসল পরিবহনের আড়ালে ট্রাকে করে রাজধানীতে এসব মাদক দ্রব্য নিয়ে আসে। সে ইতিপূর্বে ৩০ টির বেশী ছোট-বড় মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে জানা যায়।
ধৃত অপর আসামী মজিব’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে প্রায় ০৩ বছরে বেশী সময় ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ধৃত আসামী সুমনের মাধ্যমে লোভে পরে সে মাদক ব্যবসায় জড়িত হয়। সে নামে মাত্র ঢাকায় মালামাল পরিবহন করলেও তাদের মূল উদ্দেশ্য থাকে পণ্য পরিবহনে আড়ালে মাদক পরিবহন করা। যাতে করে সহজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে পারে। সে চালান প্রতি ২০/২৫ হাজার টাকা পেয়ে থাকে বলে জানায়। ইতিপূর্বে সে ২০ টির বেশী মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছিল বলে স্বীকার করে।
ধৃত অপর আসামী মিঠু’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ধৃত অপর আসামী সুমনের সহযোগী। সে রাজধানীতে মাদক পরিবহনের সময় সাথে থেকে সহযোগীতা করে। অনেক সময় সুমন মাদকের চালানের সাথে না এসে তাকে পাঠায়। সে এযাবৎ ১৫ টির বেশী মাদকের চালান রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করেছে বলে জনায়। এছাড়াও সে তার নিজ এলাকায় খুচরা মূল্যে মাদক বিক্রয় করে থাকে বলেও জানায়। চালান প্রতি সে ১০ হাজার টাকা নিয়ে থাকে বলে ধৃত আসামী স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here