Daily Gazipur Online

টঙ্গীতে আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

জাহাঙ্গীর আকন্দ: টঙ্গীতে ৭৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ৫৬নং ওয়ার্ডে অত্র বিদ্যালয়ে মাঠ প্রঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নির্মিত আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সাবেক টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম’পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, গাজীপুর জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, থানা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আফজাল খান দুলু, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেত এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ শিক্ষকমন্ডলী এবং অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকলে উপস্থিত ছিলেন।