Daily Gazipur Online

টঙ্গীতে ইনডেক্স ল্যাবরেটরীজ আয়োজিত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক :  ইনডেক্স ল্যাবরেটরীজ( আয়ু ) আয়োজিত সাইন্টিফিক সেমিনার গত বুধবার টঙ্গী বাজারস্থ মায়াবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ৫৬ নং ওয়ার্ড সভাপতি ও টঙ্গী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান উল্লাহ্র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনডেক্স ল্যাবরেটরীজের ম্যনেজিং ডিরেক্টর সৈয়দ আশ্রাফ আহম্মেদ,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইনডেক্স ল্যাবরেটরীজের পরিচালক ডাঃ মো.জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, ইনডেক্স ল্যাবরেটরীজের পরিচালক এডমিন গাজী আব্দুল কাদের,শহিদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ পারভেজ হোসেন, মেডিকেল অফিসার ( আয়ু ) ডাঃ ফাতেমা খান ( মনি), ইনডেক্স ল্যাবরেটরীজের এক্সিকিউটিভ ডিরেক্টর সুশান্ত সমদ্দার, ইনডেক্স সেলস্ সেন্টারের ন্যাশনাল সেলস্ ম্যানেজার মো. মনির হোসেন, ইনডেক্স সেলস্ সেন্টারের ডেপুটি সেলস্ ম্যানেজার মো. সাইফুল ইসলাম, ইনডেক্স সেলস্ সেন্টারের ডেপুটি সেলস্ ম্যানেজার মো. আমজাদ হোসেন প্রমুখ।


উক্ত সাইন্টিফিক সেমিনারে ইনসুলিন ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনা, শ্বাসকষ্ট ( ইনহেলার মুক্ত), পাইলস্ বা অশ্ব সহ সকল প্রকার ব্যাথা প্রতিরোধ সহ সেমিনারে অন্যান্য রোগের বিষয়েও আলোচনা করা হয়। সেমিনারে টঙ্গীর প্রায় দুই শতাধিক চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।