ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে ন্যাশনাল ফেলোশিপ ফর দি এডভান্সমেন্ট অফ ভিজ্যুয়ালি হান্ডিকাপড (এন এফ এ ভি এইচ) উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন উপলক্ষে টঙ্গীতে প্রতিবন্ধী ক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এন এফ এ ভি এইচ নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর অ্যাড্রেস ল্যান্ডলেস এন্ড পুওর -(আলাপ) নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান, ভাংনাহাটী বহুমুখী উন্নয়ন সংস্থা (বাবুস) নির্বাহি পরিচালক মোঃ আব্দুল জলিল,ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর সাসটেনাবল হিউম্যান রিসোর্স এন্ড রুরাল ইকনমি(দিশারী) নির্বাহি পরিচালক মতিউর রহমান, পল্লী বান্ধব কেন্দ্র নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান, ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আলীম,এন এফ এ ভি এইচ সহ সভাপতি সেলিনা আলম,জান্নাতুল আলম জেবা, বাবুল আক্তার, সেলিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় এন এ ভি এইচ নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন -প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র্য বিমোচন মুলক,বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ২শ প্রতিবন্ধীদের আবাসন ব্যাবস্তা করতে হবে, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করতে হবে, দৃষ্টিপ্রতিবন্ধীদের চাকুরী নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করছে তা সত্যি ই প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের সফলতা কামনা করেন।