Daily Gazipur Online

টঙ্গীতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী

জাহাঙ্গীর আকন্দ: টঙ্গীতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে আনন্দ র‌্যালী ও যুব সমাবেশ গতকাল টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র‌্যালীটি টঙ্গীর নতুন বাজার টঙ্গী থানা যুবলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী কালীগঞ্জ সড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেইট এসে শেষ হয়। র‌্যালী শেষে যুব সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গাছা থানা যুবলীগ নেতা মো: ইসমাইল হোসেন, সাদ্দাম হোসেন তন্ময়, মিজানুর রহমান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা কাজী কামাল, সোহেল রানা, মনির হোসেন, শরীফুল ইসলাম বাধন, আল আমিন, আহম্মদ হোসেন, মোস্তফা মিয়া, এড. বিল্লাল হোসেন, শাহজাহান সিরাজ সাজু, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, সোহেল রানা, লুৎফর রহমান, কাশিমপুর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রিপন সরকার, পূবাইল থানা যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া, সাইফুল্লাহ মোক্তাধী নয়ন, বাবুল পাঠান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আজ কোন ঘাটতি নেই। এই দিনে বাংলাদেশ মানুষ খালেদা জিয়ার অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে আগুনে পুড়ে, গাড়ি ভেঙ্গে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মসনদে আছে। তাই বাংলাদেশের মানুষ আজ সুখে শান্তিতে আছে। আজ দেশে বিদ্যুৎতের ঘাটতি নেই, পদ্মা সেতু হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা উন্নীত হয়েছে।