টঙ্গীতে গ্রামীণফোনের দূরন্ত ডিজিটাল পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

0
219
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ মঙ্গলবার টঙ্গীর চেরাগআলী মার্কেট গ্রামীণফোনের টঙ্গী ডিস্ট্রিবিউশন হাউজে দূরন্ত ডিজিটাল মেগাগিফট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় গ্রামীণফোনের বিজনেস হেড তৌহিদুর রহমান তালুকদার প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনা সময়ে শত সমস্যার মাঝেও বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টবিউশন হাউজে কর্মরত কোন কর্মকর্তা কর্মচারীর চাকুরীচ্যুতির ঘটনা ঘটেনি। গ্রামীণফোন করোনা সময়ে শতভাগ বিধিবিধান মেনে গ্রামীণফোনের নতুন-পুরাতন গ্রাহকদের পাশে থেকে গ্রাহক সেবা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, গ্রামীণফোনের রিজিওনাল সেলস ম্যানেজার আতিকুল হোসেন, এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান সায়মন, সিনিয়র টেরিটরী ম্যানেজার রাজু সিনহা, রিটেল চ্যনেল ম্যানেজার রবিউল হাসান রাহেল, টঙ্গী ডিস্ট্রিবিউশন হাউজ ওনার মোবারক হোসেন এবং টঙ্গী গ্রামীণফোন সেন্টার মালিক ও তত্বাবধায়ক হাজী নূরুল ইসলাম সাংবাদিক। দূরন্ত ডিজিটাল মেগা গিফটের প্রথম পুরুষ্কার হিসাবে মটর সাইকেলটি জিতে নেন টঙ্গীর বেস্ট রিটেলার জমশেদ আলী। আনুষ্ঠানিকভাবে মটর সাইকেলটি জমশেদ আলীর হাতে তুলে দেয়া হয়। পরে গ্রামীণফোনের ভিজিটর টিম টঙ্গী চেরাগআলী মার্কেটস্হ গ্রামীণফোনের কাস্টমার কেয়ার গ্রামীণফোন সেন্টার পরিদর্শন করেন। কর্মকর্তারা এখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে টঙ্গীর পুরো এলাকায় সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে টঙ্গী গ্রামীণফোন সেন্টার। করোনা সময়েও বিধিবিধান মেনে গ্রাহক সেবা অব্যাহত রেখেছে টঙ্গী গ্রামীণফোন সেন্টারটি। সার্কেল হেড তৌহিদুর রহমান তালুকদার আরো বলেন, এই গ্রামীণফোন সেন্টারে গ্রামীণফোনের সকল পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকগন পুরো গ্রাহক সেবা এখন এখান থেকেই পাচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here