ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর মরকুন এলাকায় দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্রের প্রধান কামরুল হাসান নুরু ও তার ভাড়াটে লোকজন প্রকাশ্যে ইঠ ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আপন দুই ভাইকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন-সুজন হাওলাদার (৩৪) ও শান্ত হাওলাদার (২৬)। আহত দুই ভাই বর্তমানে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গী পূর্ব থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মরকুন এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে স্থানীয় মাদক সেবক ও ব্যবসায়ী কামরুল হাসান নুরু দীর্ঘদিন যাবৎ একই এলাকার বাসিন্দা আ: রব হাওলাদারের ছেলে সুজন ও শান্ত’র কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী করে আসছে। দাবী কৃত চাঁদার টাকা না দেয়ায় মাদক ব্যবসায়ী নুরু ও তার লোকজন গত কয়েকদিন যাবৎ তাদের দুই ভাইকে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। এঘটনায় সুজন সম্প্রতি টঙ্গী থানায় একটি সাধারণ ডায়রী করলে নুরু বাহিনী ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় নুরু তার ভাড়াটে লোকজন নিয়ে সুজন ও শান্তকে ধরে নিয়ে বাঁশের লাঠি ও ইঠ দিয়ে হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেদড়ক আঘাত করে। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে নুরু বাহিনীর লোকজন পালিয়ে যায়। পরে গুরতর আহত অবস্থায় সুজন ও শান্তকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং এঘটনার সাথে জড়িত ৬ জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করে সুজন হাওলাদার। ঘটনার আধ ঘন্টা পর নুরু তার বাহিনী নিয়ে পুনরায় সুজনের বাসায় গিয়ে হামলা চালায় এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। রাত সাড়ে ৮ টায় নূরু বিষয়টি ধামাচাপা দিতে হাসপাতালে চিকিৎসা নিয়ে পাল্টা সুজন ও শান্তর বিরুদ্ধে একটি অভিযোগ করে বলে জানা গেছে।
এব্যাপারে আহত সুজন জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক সেবনকারী ও ব্যবসায়ী কামরুল হাসান নুরু ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদার দাবীকৃত টাকা না দেয়ার তারা আমাকে ও আমার ছোট ভাইকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আমি এর সুষ্ট বিচার চাই।
এব্যাপারে কামরুল হাসান নুরুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদাদাবী বা মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করলেও সেবনের বিষয়টি স্বীকার করে বলেন, আমি তাদের মারতে যাবো কেনো ? তারা আমার বাড়িতে প্রবেশের রাস্তায় যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আমি তাদের বাঁধা দেই, এতে ক্ষীপ্ত হয়ে তারা দু-ভাই আমাকে মারধর করেছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার এস আই জিয়াউর রহমান জিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুজনের দেয়া অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মারামারি হয়েছে এটা সত্য। উভয়ে থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত চলছে।