টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেফতার- ৮

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর মাছিমপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. জাফর উল্লাহ (৪২) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ৮ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। নিহত ব্যাক্তি ছিনতাই ও মাদকের ৯টি মামলার আসামি।  বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার কুরুচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় একদল ছিনতাইকারী জনৈক জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পর জনতা শাহীন ও রাকিব নামে দুই জনকে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করতো। টঙ্গীতে এক আতœীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যায় সে।
পুলিশ বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজীবসহ দুই জন মো. জাফর উল্লাহ হত্যা মামলায় শনাক্ত আসামি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে ৮ ছিনতাইকারীসহ ১৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিহত জাফর উল্লাহ ছিনতাই-মাদকসহ ৯ মামলার আসামি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here