Daily Gazipur Online

টঙ্গীতে ঝর্ণা ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন হাউস পরিদর্শনে নেদারল্যান্ডের রাণী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা ঝর্ণা ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন হাউস পরিদর্শন করেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় টঙ্গীর দত্তপাড়ায় এলাকায় ঝর্ণা ইসলামের বাড়িতে পরিদর্শনে আসেন তিনি। রাণীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো টঙ্গী এলাকায় নিশ্চিদ্রনিরাপত্তা বলয় গড়ে তোলে। এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সদস্যরা কড়া নজরদারিতে রাখেন দত্তপাড়া এলাকা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সে লক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গীর প্রতিটি শাখা রাস্তায়ও বিপুল পুলিশ, র‌্যাব, ডিবি, ডিজিএফআই, এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি জোরদার করেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ পরিদর্শন করেন। এ সময় তিনি ঝর্ণা ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলামের সাথে কথা বলেন। পরিদর্শনকালে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় ঝর্ণা ফেব্রিক্স ও ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলাম বলেন, রাণী কারখানার পরিবেশ ও আমার সফলতা দেখে মুগ্ধ হন। তিনি আমাকে একটি ফ্লোর নিয়ে কাপড় তৈরি করতে যা যা লাগে সেসব কিছু দেয়ার আশ্বাস দেন এবং আমার সফলতাকে সাধুবাদ জানিয়ে আমার কারখানার খোঁজ খবর নেন।