Daily Gazipur Online

টঙ্গীতে ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে এশাতুল মারজিয়া(১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে টঙ্গীর গুশলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারজিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার লক্ষীপুর গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। সে ওই এলাকার জৈনক রহিমের ভাড়া বাড়িতে স্বামী শরিফ মিয়ার সাথে বাস করতেন।
পুলিশ জানায়, স্বামী শরিফের সাথে বিয়ের কয়েক বছর আগে থেকেই আল আমিন নামক এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো মারজিয়ার। বিয়ের পর ফের আল আমিনের সাথে পরকিয়ায় জনান মারজিয়া। গত কয়েকদিন আগে স্বামী বিষয়টি জেনে পরকিয়ায় বাধা দেন। এরই এক পর্যায়ে গত শনিবার রাতে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরকিয়ার জেরে স্বামীর সাথে কলহের জেরে মারজিয়া আতœহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।