ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর সাতাইশ এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার ছোট্ট গাদামারী গ্রামে। তার পিতার নাম আমির আলী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এস আই নজমুল হক জনান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার বাবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতা বসত হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।