Daily Gazipur Online

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে আন্তঃজেলা পরিবহনে হামলা

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা-নোয়াখালী রুটের ঢাকা এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৫-৯১২২) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে টঙ্গী চেরাগ আলী এলাকায় পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা চালক রিয়াজ (২৬), সুপারভাইজার সায়েম হোসেন (২৮) ও হেলপার সোহেল (৩২) গুরুতর আহত হন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ফারুক (২৬) ও অজ্ঞাত ১০/১২জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবহন কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্তঃজেলা পরিবহন ঢাকা এক্সপ্রেস এর একটি বাস নোয়াখালী থেকে যাত্রী নিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসে যাত্রা শেষ করে। পরে কাউন্টারের সামনে গাড়ি রেখে বিশ্রাম করছিলেন গাড়ি চালক, হেলপার, ও সুপার ভাইজার। এসময় ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে গাড়িতে হামলা করে চালককে কুপিয়ে জখম করে ও সুপারভাইজার ও হেলপারকে বেধরক মারধর করে গাড়িতে থাকা নগদ ২৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর  শহীদ আহসান মাষ্টার জেনারেল হাসপাতালে প্রেরন করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ চ্যানেল ফোরকে জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।