Daily Gazipur Online

টঙ্গীতে পৃথক অভিযানে চোরাই মোবাইল ও মাদকসহ ৬জন গ্রেফতার

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর উত্তর আউচপাড়া সাকিনস্থ মোল্লাবাড়ী রোড এলাকায় গত মঙ্গলবার জনৈক লিটন এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে—হিরা ইসলাম (২৪), মিজানুর রহমান (৩৫) ও সোহেল আকন্দ। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে মহানগরীর টঙ্গীর নোয়াগাঁও সাকিনস্থ স্টেশন রোড এলাকার জনৈক মানিকের মোবাইলের দোকানের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে—রাসেল মিয়া (২২), দেলোয়ার হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন মানিক (২৪)। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ১১টি এন্ড্রয়েড ও বাটন ফোন উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।