

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আসে।আগুন নেভাতে গিয়ে কারখানাটির দুজন সহকারী জহির ও শামীম আহত হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান জানান, শুক্রবার সকালে সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর জানায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি জানিয়েছেন কারখানা মালিক এম এ হানিফ।
