Daily Gazipur Online

টঙ্গীতে ফ্যানের সঙ্গে ঝুলে ১ জনের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় উত্তর আউচ পাড়া খাঁ পাড়া এলাকায় প্রেম সংঘটিত কারণে মো জিসান হাওলাদার, পিতা:শামীম হাওলাদার। গ্রাম,রনগোপালদী, থানা, দশমীনা,জেলা, পটুয়াখালী। বর্তমান,উত্তর আউচ পাড়া খাঁ পাড়া,টঙ্গী পশ্চিম থানা।গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মা হত্যা করে।
সোমবার সকাল ১০ টি দিকে বাসার লোক জন ডাকা ডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখতে পায়। তাদের ডাক চিৎকারে লোক জন ছুটে আসলে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা শুনার পর তাৎক্ষণিক টঙ্গী পশ্চিম থানার নবাগত ওসি শাহ্ আলম ঘটনা স্থান পরিদর্শন করেন।
এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, প্রেম সংঘটিত করণে ১২ টার পড় দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে আত্মা হত্যা করে। ঘটনা শুনার পর তাৎক্ষণিক সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ পোস্ট মডমের জন্য মর্গে পাঠানো হয়।তদন্ত চলে সঠিক তথ্য উদঘাটন করার জন্য।