Daily Gazipur Online

টঙ্গীতে বস্তি উচ্ছেদ করতে হলে ক্ষতিপূরণ দিতে হবে —- যুবলীগ নেতা সাইফুল ইসলাম

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম বলেছেন, বস্তি উচ্ছেদ করতে হলে বস্তিবাসীদের ক্ষতিপূরণ দিয়েই করতে হবে। তিনি আরও বলেন, কাঠালদিয়া বস্তিবাসীর পাশে আমি আছি। কোন মাস্তান, খুনি, লুটেরা আপনাদের কোন ক্ষতি করতে পারবে না। তিনি আরও বলেন, আমার রাজনীতি শুধু গাজীপুরে নয়, আমি সারাদেশের গরীব-দু:খী মানুষের জন্য রাজনীতি করি। আমি টঙ্গী-গাজীপুরবাসীর জন্য এমন কাজ করবো যাতে সারাজীবন মানুষ আমাকে মনে রাখে। তিনি বলেন, আপনার সমাজের খেটে খাওয়ার গরীর-অসহায় মানুষ। অনৈতিকভাবে আপনাদের কেউ বস্তি থেকে উচ্ছেদ করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব-দু:খী মানুষের জন্য রাজনীতি করে। কিন্তু টঙ্গীর কতিপয় সন্ত্রাস, হত্যা মামলার আসামী ও মাস্তান শ্রেণির লোক পুলিশের ভয় দেখিয়ে জোরপূর্বক বস্তিবাসীকে উচ্ছেদের পায়তারা করছে। তিনি বস্তিবাসীদের অভয় প্রদান করে আরও বলেন, বস্তি থেকে আপনাদেরজোরপূর্বক উচ্ছেদ করে দেয় তাহলে যতদিন দরকার ততদিন আপনারা আমার বাড়িতে থাকবেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, পুর্নবাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না,’এ স্লোগানকে সামনে রেখে টঙ্গীর কাঠালদিয়া বস্তি উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দেওড়া এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন আসকর আলী, মফিজ উদ্দিন, আব্দুর রব, সফিউল্ল্যাহ, রতন মিয়া, গোবিন্দ দাস, মানিক শেখ, শাহ আলম, হারিজ মিয়া, রেখা আক্তার, আনোয়ারা বেগম, রেহেনা বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কাঠালদিয়া বস্তিতে আমরা বিগত ৪০ বছর যাবত বসবাস করে আসছি। হঠাৎ করে উচ্ছেদ করে দিলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে মাথা গোজার ঠাই পাব জানি না। কিন্তু ৫৩ ওয়ার্ডের সাবেক কমিশনার এবং চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার প্রধান আসামী সেলিম মিয়া, তার ছোট ভাই নূর মোহাম্মদ মামুন, হারুন, বাপ্পীসহ এলাকার একটি কুচক্রিমহল বস্তিবাসীকে জোরপূর্বক বিতাড়িত করতে উঠেপড়ে লেগেছে। তারা এলাকার চিহ্নিত খুনী, মাস্তান ও পুলিশের ভয় দেখিয়ে বস্তিবাসীকে বস্তি থেকে উচ্ছেদের পায়তারা করছে।