Daily Gazipur Online

টঙ্গীতে বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে রবিবার (১৯জুুলাই) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সাত্তার মোল্লা (৪০)। সে মাদারিপুর জেলার রঘুরামপুর গ্রামে। তার পিতার নাম মৃত ফজলুর রহমান। এ সময় তার ব্যবহৃত এলিয়ন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন বিডি প্রভাতকে জানান, দুপুরে একটি প্রাইভেটকার গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে তার ব্যক্তিগত গাড়ি থেকে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।