টঙ্গীতে মাদক কারবারীদের বিরুদ্ধে আইজিপি’র কাছে আবেদন

0
107
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড হাজীর মাজার বস্তির চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন এলাকার বাসিন্দা মো. কালাম। বৃহস্পতিবার দুপুরে আবেদন পত্রের রিসিভ কপি হাতে পান এলাকাবাসী। গত ১৪ মে মো. কালাম স্বাক্ষরিত আবেদন পত্র পুলিশ সদর দপ্তর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে জমা দেয়া হয়।
আবেদন সূত্রে জানা যায়, ওই বস্তির ইমান আলীর ছেলে রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবু (৩২), কিং বাবুর স্ত্রী হেলেনা বেগম (২৬), আক্কাস আলীর ছেলে আরিফ মিয়া (৪২), মো. রফিকের স্ত্রী রুমা বেগম (৩০) ও চাঁন মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৪০) সহ অন্যান্য মাদক ব্যাবসায়ীরা বিভিন্ন কৌশলে ইয়াবা, হিরোইন, গাঁজা বিক্রি করে এলাকার যুব সমাজকে অন্ধকার পথে ঠেলে দিচ্ছে। একই বস্তির ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ মোমেন মিয়া, আমিনুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন সিরাজী, নুর মোহাম্মদের ছত্রছায়ায় মাদক ব্যাবসায়ী মাদক বিক্রি করে। মাদক বিক্রির চাঁদার টাকা উত্তোলন করে রুবেল মিয়া নামে এক যুবক। মাদক ব্যবসায়ীদের নিকট হতে প্রতিদিন উত্তোলিত টাকার এক অংশ পুলিশ প্রশাসনকে দেয়। অপর অংশ নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। সেল্টার দাতা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি যাচাইপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহনের আহবান জানান আবেদনকারী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here